28956

09/20/2024 শিগগিরই অ‌বৈধ কর্মী‌দের নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু কর‌বে মালদ্বীপ

শিগগিরই অ‌বৈধ কর্মী‌দের নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু কর‌বে মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৯

মালদ্বীপে বসবাসরত অ‌বৈধ বাংলাদেশি কর্মী‌দের নিয়মিতকরণ প্রক্রিয়া শিগ‌গি‌রিই শুরু হ‌বে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন হাইকমিশনার শিউনীন রাশেদ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ‌সে এ তথ্য জানান হাইক‌মিশনার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা ও সহযোগিতা অব্যাহত রাখতে মালদ্বীপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাইকমিশনার রাশেদ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের প্রশংসা করেন।

তিনি জানান, মালদ্বীপ সরকার শিগ‌গিরই মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু করবে।

পররাষ্ট্র উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান।

উপদেষ্টা এবং হাইকমিশনার উভয়েই আঞ্চলিক সহযোগিতা জোরদার ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]