29129

09/22/2024 ৪ ডিআইজিসহ দশ পুলিশ কর্মকর্তাকে বদলি

৪ ডিআইজিসহ দশ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৭

বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার, রংপুর রেঞ্জ নতুন ডিআইজি, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নোয়াখালী জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার ডিআইজি ও ছয় পুলিশ সুপার পদে রদবদল করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের বদলি করা কর্মকর্তারা হলেন, ডিএমপির উপপুলিশ কমিশনার ও সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আমিনুল ইসলাম রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে আবশপ্রাপ্ত ছিলেন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এস এন মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে, নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালী পুলিশ সুপার হিসেবে বিশেষ শাখার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ে এসপি হিসেবে, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদের কুড়িগ্রামের এসপি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজুর রহমানকে, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশে এবং নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]