2915

04/06/2025 নিউজিল্যান্ডের কাইল জেমিসনের জন্য কাড়াকাড়ি

নিউজিল্যান্ডের কাইল জেমিসনের জন্য কাড়াকাড়ি

ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২১ ০২:২২

২০২০ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলে অভিষেক হয় কাইল জেমিসনের। করোনার কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। দেশের হয়ে ২ ওয়ানডে, ৪ টি-টোয়েন্টি আর ৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েই নিজের জাত চেনাতে সক্ষম হন ৩০ বছর বয়সী এই তারকা পেসার।

তাইতো আইপিএলের ১৪তম আসরের নিলামে বৃহস্পতিবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের এই তারকাকে দলে পেতে রীতিমমতো লড়াই করে ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

মাত্র ৭০ লাখ ভিত্তিমূল্যে থাকা এই তারকা ক্রিকেটারকে দলে নিতে ১৫ কোটি খরচ করে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন জেমিসন। তার চেয়ে এক কোটি ২৫ লাখ বেশি মূল্যে বিক্রি হন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ক্রিস মরিস। তিনি ১৬ কোটি ২৫ লাখে রাজস্থান রয়েলসে বিক্রি হন। নিলামে তৃতীয় সর্বোচ্চ ১৪ কোটি ২০ লাখে বেঙ্গালুরুতে বিক্রি হন ম্যাক্সওয়েল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com