29187

09/24/2024 সাবেক সেনাপ্রধানের ভাই হারিছ ও জোসেফের এনআইডি বাতিল

সাবেক সেনাপ্রধানের ভাই হারিছ ও জোসেফের এনআইডি বাতিল

বিশেষ প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৪

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, আজিজের তদবিরে তার দুই ভাই হারিছ ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।

বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]