29227

04/04/2025 রোহিত-জয়সোয়াল তাণ্ডবে রেকর্ড গড়লো ভারত

রোহিত-জয়সোয়াল তাণ্ডবে রেকর্ড গড়লো ভারত

ক্রীড়া ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৪

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে আজ চতুর্থ দিনের খেলা চলছে। মমিনুল হকের অপরাজিত ১০৭ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ২৩৩ রান করে। এরপর ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করেন দুই ভারতীয় ওপেনার। রোহিত শর্মা এবং যশ্বসী জয়সোয়ালের মারকুটে ব্যাটিংয়ে ৩ ওভারেই ৫১ রান করে স্বাগতিকরা। দুই ওপেনারের তাণ্ডবে টেস্ট ইতিহাসে দুর্দান্ত এক রেকর্ড গড়েছে ভারত।

ব্যাট হাতে মাঠে নামার পর প্রথম ওভারেই ভারতের স্কোরবোর্ডে ওঠে ১২ রান। হাসান মাহমুদের করা ওভারে টানা তিন চার মারেন জয়সোয়াল। দ্বিতীয় ওভারের খালেদ হোসেনের করা প্রথম দুই বলে দুই ছয় হাঁকান রোহিত। একই ওভারের শেষ বলে জয়সোয়াল মারেক ১ চার।

২ ওভারে ২৯ রান করা ভারত তৃতীয় ওভারে করেছে আরও ২১ রান। হাসানের করা সেই ওভারে ২টি ছয় এবং ২টি চার মারেন দুই ভারতীয় ওপেনার। এতে প্রথম তিন ওভারেই ভারতের দলই সংগ্রহ হয় ৫১ রান।

টেস্ট ইতিহাসে এবারই প্রথমবারের মত কোনো দল প্রথম ৩ ওভারেই ৫০ রানের সংগ্রহ পেরিয়ে যায়। তবে এমন তাণ্ডব চালানোর পর অবশ্য আর নিজের ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক রোহিত। চতুর্থ ওভারে মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এর আগে তিনি ১১ বলে করেছেন ২৩ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]