29254

04/02/2025 অমিতাভের নতুন কাজে পূজা চেরি

অমিতাভের নতুন কাজে পূজা চেরি

বিনোদন ডেস্ক

৫ অক্টোবর ২০২৪ ১৫:১৩

ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি। ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন ‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা

এবার পূজা চেরিকে নিয়ে পাওয়া গেল নতুন খবর। নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন পূজা। জানালেন, হারল্যান ফেসওয়াশ এর বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে বিজ্ঞাপনটির শ্যুটিং হয়।

অমিতাভ রেজার সঙ্গে নতুন কাজের অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, ‘তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না।’

তবে অমিতাভ রেজার সঙ্গে পূজার কাজ এই প্রথম নয়। এর আগে আরও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন পূজা চেরি।

শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর।‘পোড়ামন-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]