2927

04/25/2024 নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৫

নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছে।

গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্তের আগে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনলে ডারামোলা এক বিবৃতিতে বলেছেন, ‘আবুজা বিমানবন্দরে ফেরার সময় নাইজেরিয়ার বিমান বাহিনীর বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০আই বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তরাঞ্চলীয় রাজ্য মিনার উদ্দেশে যাত্রা করেছিল প্লেনটি। কিন্তু কিছু সময় পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে আবুজা বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনই নিহত হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, দূর্ঘটনার আগ মুহূর্তে পাইলট ইঞ্জিন অচলের বার্তা পাঠিয়েছিলেন।

এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার চিফ অব এয়ার স্টাফ। জনগণকে শান্ত থাকার এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছে বিমানবাহিনী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]