29296

04/04/2025 রাজবাড়ীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা সংবাদদাতা, রাজবাড়ী

১৩ অক্টোবর ২০২৪ ০৮:৩২

রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক সরদার (২৬) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার(১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার শহীদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন।

নিহতের ভাগ্নে সোহাগ রহমান বলেন, বেশ কয়েকদিন আগে তিনি পোরাভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন। এ নিয়ে মোহন মন্ডলের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে সামনে ফারুককে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রসীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ফারুক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]