293

03/13/2025 ফরিদপুরে আইসোলেসনে থাকা ব্যক্তির মৃত্যু

ফরিদপুরে আইসোলেসনে থাকা ব্যক্তির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

৬ এপ্রিল ২০২০ ২২:৩৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আইসোলেসনে থাকা আবু সেক (৭০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। আবু সেক জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চর মুরাদিয়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ সাইফুর রহমান জানান, গত ৪ এপ্রিল সর্দি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি কিডনী সমস্যায়ও ভুগছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রোববার আইসলোসনে রাখা হয়েছিল।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে, আবু সেক মারা যাওয়ার পর মধুখালীর জাহাপুর ইউনিয়নর চর মুরাদিয়া গ্রামটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]