29325

04/07/2025 জাতিসংঘের দুই কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতিসংঘের দুই কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৪ ১২:২৮

জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া এবং জাতিসংঘের মহাসচিবের জলবায়ু অ্যাকশনবিষয়ক বিশেষ উপদেষ্টা স্যালইউন হার্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের দুই কর্মকর্তার সঙ্গে পৃথক সাক্ষাতে মিলিত হন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে পৃথক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহুয়ার সঙ্গে জসীম উদ্দিনের সাক্ষাতে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে জাতিসংঘের প্রযুক্তিগত এবং নীতিগত সহায়তা সম্পর্কে ফলপ্রসূ আলোচনা করেন। এ ছাড়া সংস্কার এজেন্ডার অংশ হিসেবে সরকারি প্রতিষ্ঠানের শাসন ব্যবস্থায় ডিজিটালাইজেশন এবং সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিবের জলবায়ু অ্যাকশনবিষয়ক বিশেষ উপদেষ্টা সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র সচিব জলবায়ু প্রশমনে বাংলাদেশের নেতৃত্বের কথা তুলে ধরেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com