29348

03/13/2025 গাইবান্ধায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাইবান্ধায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাইবান্ধা থেকে

১৫ অক্টোবর ২০২৪ ১৭:১৪

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে একটি পাটের গুদামে আগুন লেগে এগারশো মণ পাট পুড়ে গেছে। আজ (মঙ্গলবার) সকালে উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ্ব জহুরুল হকের পাটের গুদামে এ ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আলহাজ্ব জহুরুল হকের পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও তিন ঘণ্টা সময় লাগে।

গুদামঘরের মালিক জহুরুল আলীর ছেলে মিঠু হাজী বলেন, আমাদের গুদামে ৪ হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ১১শ মণ পুড়ে যায়। সকালে কিভাবে আগুন লাগে জানি না, আগুনে আমাদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) নাসিম রেজা নিলু বলেন, গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে নিশ্চিত হতে সময় লাগবে, আমরা কাজ করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]