29513

04/21/2025 ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণের দাবি

ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৪ ১২:২১

উচ্চ ও নিম্ন আদালতে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য ও গণহত্যা বিরোধী আইনজীবী সমাজ।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় বিগত সরকারের সমর্থক বিচারপতিদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম, নূর এরশাদ, অ্যাডভোকেট রেজা, আল আমিন, অ্যাডভোকেট রাসেল প্রমুখ।

আইনজীবীরা বলেন, বছরের পর পর দুর্নীতিবাজ বিচারপতিরা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। তাদের উদ্দেশে আমরা বলতে চাই, সময় থাকতে গদি ত্যাগ করুন। আর তা না করলে আপনাদের কীভাবে সরাতে হবে সেটা আমরা জানি। বিচাপতির যে সম্মানিত চেয়ার, সেই চেয়ারকে আপনারা কলঙ্কিত করেছেন। যতদিন পর্যন্ত আপনারা পদত্যাগ না করবেন ততদিন আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]