29590

04/21/2025 ডিএমপিতে ১৩৮৬ মামলা, ৫৫ লক্ষাধিক টাকা জরিমানা

ডিএমপিতে ১৩৮৬ মামলা, ৫৫ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৪ ১৮:৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৮৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয়েছে ৫৫ লাখ ৪৩ হাজার টাকা।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার (২০ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৮৬টি মামলা ও ৫৫ লাখ ৪৩ হাজার টাকা করা হয়।

এছাড়াও অভিযানকালে ৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]