29669

04/10/2025 বৃহস্পতিবার থেকে আরও ৭০ ট্রাকে বিক্রি হবে টিসিবি পণ্য

বৃহস্পতিবার থেকে আরও ৭০ ট্রাকে বিক্রি হবে টিসিবি পণ্য

অর্থনৈতিক প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৪ ১৭:০০

ঢাকা মহানগরীতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ৭০ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহ করা চাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

হুমায়ুন কবির বলেন, এই কার্যক্রম আগামীকাল (২৪ অক্টোবর) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না এলে পরবর্তী সময়ে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। বিক্রয় কার্যক্রম আগামীকাল সকাল ১০টায় তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ি থেকে উদ্বোধন করার হবে।

পণ্যর দামের তালিকায় জানানো হয়েছে ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]