29774

04/05/2025 শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব

শিক্ষায় বৈষম্য দূর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৪ ০০:১১

শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, অনতিবিলম্বে শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। বেসরকারি মাদ্রাসা, কলেজ, হাইস্কুল জাতীয়করণ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিগত ১৬ বছর থেকে মঞ্জুরির বদ্ধ দ্বার খুলতে হবে। সব দিকে পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষায় বৈষম্য দূর হবে।

এ সময় তারা বেশ কিছু দাবি জানিয়ে বলেন, মঞ্জুরি প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহকে জাতীয়করণের আওতাভুক্ত করতে হবে। অনতিবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ উৎসবভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দিতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব উপাধ্যক্ষ মো. আবদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ সামছুল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. শাহাব উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শহীদুল হক প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]