2984

09/20/2024 চাকরি না পাওয়ায় চেহারাই বদলে ফেললেন বেকার তরুণ!

চাকরি না পাওয়ায় চেহারাই বদলে ফেললেন বেকার তরুণ!

রকমারি ডেস্ক

৬ মার্চ ২০২১ ১৫:৪৯

ভিয়েতনামের বেকার তরুণ ডো কোয়েইন। গিয়েছিলেন চাকরির ইন্টারভিউ দিতে। কিন্তু চাকরি হয়নি। কারণ, তার চেহারা ভালো না। কুৎসিত। ইন্টারভিউ বোর্ডে তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন। নিজেকে এভাবে ‘হাসির পাত্র’ হতে দেখে খুবই খারাপ লেগেছিল তার।

এই অপমান সইতে পারেননি তিনি। যে কারণে প্রতীক্ষা করেন, তার চেহারা পরিবর্তন করবেন। সেজন্য প্লাস্টিক সার্জারি করেন। তবে একবার নয়, ৯ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন!

২৬ বছর বয়সী ডো কোয়েইন তার জীবনের এই গল্প জানিয়েছেন। তার টিকটক অ্যাকাউন্টে নিজের আগের ছবি এবং ৯টি প্লাস্টিক সার্জারির পর বর্তমান ছবি পোস্ট করেছেন। দুটি ছবিই তার তা কেউ বুঝতে পারবে না। তবে ডো ছবির সত্যি ঘটনা জানিয়েছেন। তিনি ওই ঘটনার বিবরণ দিয়েছেন।

তার এই ৯ বার প্লাস্টিক সার্জারিতে খরচ হয়েছে ৪০০ মিলিয়ন ডং বা ১২ হাজার পাউন্ড। এর মধ্যে ছিল রিনোপ্লাস্টি, চিবুক, ঠোঁটের অস্ত্রোপচার। এ ছাড়া দুই চোখের সার্জারি।

অদ্বিতী সেন্ট্রালকে দেওয়া এক সাক্ষাৎকারে ডো কোয়েইন জানান, এই অস্ত্রোপচারের পুরো টাকাই নিজের সঞ্চয় থেকে ব্যয় করেছেন তিনি। প্রথমবার অস্ত্রোপচারের পর কেমন ছিল অভিজ্ঞতা? সেই প্রশ্নের উত্তরে ডো বলেন, “প্রথমবার অস্ত্রোপচার করিয়ে বাড়ি আসার পর আমার মা-বাবাও আমাকে চিনতে পারেনি।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]