29880

03/15/2025 সেঞ্চুরি করে থামলেন স্টাবস, ভাঙল ২০১ রানের জুটি

সেঞ্চুরি করে থামলেন স্টাবস, ভাঙল ২০১ রানের জুটি

ক্রীড়া ডেস্ক

২৯ অক্টোবর ২০২৪ ১৭:১১

টি-টোয়েন্টির দুনিয়ায় এখন পরিচিত মুখ ট্রিস্টান স্টাবস। এখন থেকে হয়তো টেস্ট ক্রিকেটেও বিবেচনায় থাকবেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকবে প্রোটিয়া দুই ব্যাটারের জন্য। এদিনই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তারা। এর মধ্যে একজন স্টাবস।

দিনের দ্বিতীয় সেশনেই নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছিলেন টনি ডি জর্জি। সতীর্থের দেখানো পথে হেঁটে এবার অভিষেক টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন ২৪ বছর বয়সী ট্রিস্টান স্টাবসও। দুজনের জুটির রানও দুইশো ছাড়িয়েছে।

চট্টগ্রামে নামার আগে চার ম্যাচের টেস্ট ক্যারিয়ারে স্টাবসের ফিফটি ছিল একটি। দ্বিতীয়বার পঞ্চাশ ছুঁয়ে সেটিকে তিন অঙ্ক পর্যন্ত টেনে নিয়ে গেলেন। ৫ চার ও ৩ ছক্কায় ১৯৪ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন। অবশ্য শতক হাঁকানোর পরপরই সাজঘরে ফিরে গেছেন।

এবারও ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য। তাইজুলের মিডল স্টাম্প বরাবর করা বলটা একটু পেছনে গিয়ে কাট করতে চেয়েছিলেন স্টাবস, কিছুটা নিচু হওয়ায় ব্যাট ফাঁকি দিয়ে সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হেনেছে। তার বিদায়ে ভাঙল ৩৪২ বলে ২০১ রানের জুটি। ১০৬ রান করেছেন স্টাবস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৯৭। দুই বার জীবন পাওয়া প্রোটিয়া ওপেনার ডি জর্জি ২০৫ বলে ১৩৮ রানে অপরাজিত আছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]