29901

04/21/2025 বাংলাদেশকে সব ধরনের সহায়তায় আশ্বাস টুর্কের

বাংলাদেশকে সব ধরনের সহায়তায় আশ্বাস টুর্কের

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৪ ১১:৫২

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তায় আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সফররত মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে এ আশ্বাস দেন টুর্ক।

ফলকার টুর্ক বলেন, আজকের বৈঠকে বেশি কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে মানবাধিকার হাইকমিশন।

দুই দিনের সফরে গত সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সফরের দ্বিতীয় দিন আজ বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং বা‌ণিজ্য উপ‌দেষ্টার স‌ঙ্গে বৈঠক কর‌বেন তিনি।

সব আনুষ্ঠা‌নিকতা শে‌ষে আজ ঢাকা ছেড়ে যাবেন ফলকার টুর্ক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]