29912

04/21/2025 আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ

আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৪ ১৪:১৭

বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের রাজধানীর উত্তরার বাসা থেকে তিন কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। জব্দ টাকা, স্বর্ণালংকার থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। একটি মামলা থানা পুলিশ তদন্ত করছে। বাকি দুটি মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। থানার তদন্তাধীন ছাত্র হত্যার মামলায় তাকে উত্তরা ১০ সেক্টরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তার বাসায় বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি। তবে এখনো গণনা চলছে। গণনা শেষে পুরো হিসেবটা জানা যাবে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদীয় ওই আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]