29924

04/21/2025 সুনির্দিষ্ট ডিজাইন করে অটোরিকশা অনুমোদন দেওয়ার দাবি

সুনির্দিষ্ট ডিজাইন করে অটোরিকশা অনুমোদন দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৪ ১৭:৫৩

সুনির্দিষ্ট ডিজাইন করে বিআরটিএ থেকে অটোরিকশা অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। বুধবার (৩০ অক্টোবর) প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ দাবি জানানো হয়। সভার আয়োজন করে গণমুক্তি মঞ্চ, জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বি-স্ক্যান। এতে শতাধিক প্রতিবন্ধী ও বয়স্ক রিকশাচালক অংশ নেন।

সভায় প্রতিবন্ধী ও বয়স্ক রিকশাচালকরা বলেন, আমরা ভিক্ষা করতে চাই না, কর্ম করে খেতে চাই। বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়। আমাদের বাচ্চাদের স্কুলে গেলে, মাঠে খেলতে গেলে হেয় করা হয়। আমরা মাথানত করতে চাই না। বঞ্চিত হতে চাই না। যে রাস্তায় প্যাডেল রিকশা চলে, ভ্যানগাড়ি চলে, ঘোড়ার গাড়ি চলে সেখানে আমরাও অটোরিকশা চালাতে চাই। আমাদের আলাদা লাইসেন্স দেওয়ার আবেদন জানাই।

বক্তব্যে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা কয়েকটি দাবি তুলে ধরে বলেন, ব্যাটারিচালিত রিকশাকে সুনির্দিষ্ট ডিজাইনে বিআরটিএ থেকে অনুমোদন দিতে হবে। নিবন্ধন দেওয়ার সময় প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ১০ শতাংশ প্রতিবন্ধী চালককে কোটা দেওয়া। পেট্রোল পাম্পের মতো সরকারি অনুমোদনে এলাকাভিত্তিক চার্জিং স্টেশন তৈরি করা। রিকশাচালকদের নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে এনে রিকশা চালানোর জন্য অনুমোদন কার্ড সরবরাহ করা।

গণমুক্তি মঞ্চের প্রধান সমন্বয়ক সাকিব প্রত্যয়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব, টাইগার নিউ এনার্জি কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন জয় প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]