29937

04/05/2025 গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : ৩ সন্তানের পর চলে গেলেন বাবাও

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : ৩ সন্তানের পর চলে গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৪ ১১:৫৮

নারায়ণগঞ্জের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধের মধ্যে তিন সন্তানের পর বাবা মো. বাবুল মিয়ারও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে মঙ্গলবার সকালের দিকে তার দুই সন্তান সোহেল ও ইসমাইল এবং একই দিন রাত সাড়ে ৯টার দিকে তার মেয়ে তাসলিমা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আজ ভোরের দিকে মো. বাবুল ৬৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত মঙ্গলবার সকালের দিকে বাবুলের দুই ছেলে এবং রাতের দিকে এক মেয়ে মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে।

আবাসিক চিকিৎসক আরও বলেন, এ ঘটনায় একই পরিবারের সেলি ৩০ শতাংশ ও মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]