2996

04/04/2025 হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ফরাসি ধনকুবের এমপি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ফরাসি ধনকুবের এমপি

আন্তর্জাতিক ডেস্ক

৮ মার্চ ২০২১ ১৬:২৯

ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য অলিভিয়ের সার্জ ডাসাল্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে। পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ফরাসি ধনকুবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি এক শোকবার্তায় বলেছেন, ৬৯ বছর বয়সী ডাসাল্টের মৃত্যুতে দেশে বড় ক্ষতি হয়ে গেছে। তিনি দেশকে অনেক ভালোবাসতেন।

ফ্রান্সের প্রথম সারির শিল্পপতি সার্জ ডাসাল্টের ছেলে অলিভিয়ের ডাসাল্ট। রাফায়েল যুদ্ধবিমান ও দেশটির গণমাধ্যম লে ফিগারোর মালিক ডাসাল্ট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]