30282

04/21/2025 প্রকল্পের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারে সরকার কঠোর হবে

প্রকল্পের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারে সরকার কঠোর হবে

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৪ ১৫:০১

প্রকল্পের কাজের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও সরকার কঠোর হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। প্রকল্পের কাজের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হবে সরকার।

এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। নেওয়া হবে তাদের মতামতও।

প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, সময় বাড়লে ব্যয় এবং দুর্নীতি দুটোই বেড়ে যায় । প্রকল্প প্রণয়ন কিংবা বাস্তবায়ন, কোনো ক্ষেত্রেই দুর্নীতিবাজরা সুযোগ পাবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]