30500

03/15/2025 এবার নারীদের ক্রিকেটেও স্পন্সর পেল বিসিবি

এবার নারীদের ক্রিকেটেও স্পন্সর পেল বিসিবি

ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০২৪ ১৪:৫৯

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের খেলায় কখনো স্পন্সর সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে। তবে নারী ক্রিকেট দলের জন্য স্পন্সর পাওয়া ছিল যেন দুরূহ কাজ। সবশেষ নিগার সুলতানা জ্যোতিদের কয়েকটি সিরিজেও ছিল না কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য স্পন্সর পাচ্ছে বিসিবি।

আগামী ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এই সিরিজের জন্য টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা, পাওয়ার্ড বাই রুচি। স্পন্সর ঘোষণার সময় আজ (বুধবার) সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সরশিপ পেয়েছি, এমন খুব একটা মনে করতে পারছি না। উনারা এগিয়ে এসেছেন স্পন্সরশিপের ব্যাপারে, আমার মনে হয় মেয়েরা এটা ডিজার্ভ করেছে।'

'তারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছে। মেয়েদের ক্রিকেট দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেটেও।’

শুধু মেয়েদের ক্রিকেটে নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন জায়গায়। এতদিন স্পন্সর পাওয়া যায়নি এসব টুর্নামেন্টে এমন প্রশ্নে বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘আগের বিষয় তো আমি বলতে পারবো না। যেহেতু এরকম একটা সিরিজে সুযোগ ছিল। আমরা এপ্রোচ করেছি, পেয়েছি। যোগাযোগটা গুরুত্বপূর্ণ। কীভাবে আমরা প্রচারটা করবো, এটা উনাদেরকে বোঝালে হয়।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]