30548

04/21/2025 ২৫ ন‌ভেম্বর ঢাকায় আস‌ছেন আইসিসির প্রধান কৌঁসুলি

২৫ ন‌ভেম্বর ঢাকায় আস‌ছেন আইসিসির প্রধান কৌঁসুলি

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৪ ১৮:৩২

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান চার দিনের সফরে আগামী ২৫ নভেম্বর ঢাকায় আসছেন। বৃহস্প‌তিবার (২১ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান এই তথ্য জা‌নান।

মুখপাত্র জানান, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খান আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

‌তৌফিক হাসান বলেন, আইসিসির অফিস অব দ্যা প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত উইট‌নেম প্রো‌টেকশান প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]