30572

04/21/2025 বিচার বিভাগ সংস্কারে দেওয়া যাবে সুনির্দিষ্ট প্রস্তাব

বিচার বিভাগ সংস্কারে দেওয়া যাবে সুনির্দিষ্ট প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৮

স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর বিচার বিভাগ গঠনে 'বিচার বিভাগ সংস্কার কমিশন' সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে এসব মতামত মেইলে এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঠিকানায় পাঠানো যাবে।

শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সচিব মোহাম্মদ ফারুক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 'বিচার বিভাগ সংস্কার কমিশন' গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটির ঠিকানা- www.jrc.gov.bd

এতে আরও বলা হয়েছে, ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী/অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে পৃথক প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্নমালা পূরণপূর্বক আগামী ৭ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে মতামত প্রদানের জন্য কমিশন সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে।

এছাড়া, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা উপরোল্লিখিত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য কমিশন অনুরোধ জানিয়েছে। প্রস্তাবের সফটকপি কমিশনের ই-মেইলে ([email protected]; [email protected]) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) প্রেরণ করা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]