30577

04/21/2025 পর্যটন কেন্দ্র করে প্রকৃতি ধ্বংস করা যাবে না

পর্যটন কেন্দ্র করে প্রকৃতি ধ্বংস করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৪ ১১:২১

পর্যটন কেন্দ্র করে প্রকৃতি ধ্বংস করা যাবে না সতর্ক করেছেন ভূমি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, পর্যটন অর্থ প্রকৃতি ধ্বংস নয়। স্থানীয় সংস্কৃতিকেও রক্ষা করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটরিয়ামে ‘কক্সবাজার সংলাপ : যুক্তির তীরে সম্ভাবনার আলো’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কক্সবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে সংলাপের আয়োজন করে কক্সবাজার কমিউনিটি অ্যালাইন্স। সংলাপের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আ স ম নাসির উদ্দিন ও ইতিহাসবিদ আলতাফ পারভেজ।

পর্যটন উপদেষ্টা বলেন, কক্সবাজারের টেকসই উন্নয়নে স্থানীয় সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা খুবই প্রশংসিত উদ্যোগ। কক্সবাজারের পর্যটন শিল্পে বিশাল সম্ভাবনা রয়েছে। পর্যটন শিল্পকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে বিকশিত করা যায় এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। পরিকল্পিত কাজ করে বিস্তর পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। কক্সবাজারের প্রতিটি মানুষ উন্নয়নের অংশীদার হবে।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, পৃথিবীজুড়ে পর্যটন শিল্প এবং সমুদ্র অর্থনীতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। সমুদ্র অর্থনীতিকে ঘিরে বাংলাদেশের যত কর্মযজ্ঞ তা কক্সবাজারকে কেন্দ্র করেই সম্ভব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]