30580

04/21/2025 পর্তুগাল সফরে গে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা

পর্তুগাল সফরে গে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৪ ১২:৪১

আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দি‌তে পর্তুগাল সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে লিসবনের উদ্দেশে ঢাকা ত‌্যাগ ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টার দপ্তর এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে তিন দিনব্যাপী জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হ‌বে। ফোরামে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদ‌লের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি ফোরা‌মে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।

ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।

স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্‌বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]