30584

04/02/2025 আমরা সব লিপিবদ্ধ করে যাবো : ফারুকী

আমরা সব লিপিবদ্ধ করে যাবো : ফারুকী

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪ ১৩:০৬

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেন, ‘আমরা সব লিপিবদ্ধ করে যাবো।’

তিনি লিখেছেন, “আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়”। মাত্র আট মিনিটের ভিডিওর নিচে চূর্ণ হয়ে যেতে পারে পতিত ফ্যাসিস্টের সব মিথ্যাচার আর প্রোপাগান্ডা নির্মাণ প্রকল্প।’

এরপর বলেন, ‘এটাই শিল্পের শক্তি, আর এই ছোট্ট ভিডিওটার শক্তি হচ্ছে “ট্রুথ” যথা “সত্য”। ভিডিওটাতে মাত্র অল্প কয়টা পরিবারের কষ্ট আমরা দেখেছি।’

আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে উল্লেখ করে বলেন, ‘এরকম বেদনার গল্প আরো আছে হাজার হাজার। আমাদের সব শহীদ পরিবারের কথা শুনতে হবে, আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে,শোনাতে হবে সবাইকে।’

ফারুকীর কথায়, ‘এই লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আসছে ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রজেক্ট। আমাদের অন্তর্গত বেদনার-ক্রোধের ভার বইবার শক্তি ফ্যাসিস্টের নাই। আমরা লিপিবদ্ধ করে যাবো সব, সব।’

সেই পোস্টে কমেন্ট বক্সে সৌরভ চক্রবর্তী লিখেছেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিনের। আপনার মাধ্যমে তা আরও প্রসারিত হবে, এটুকু আশা রাখছি দাদা।’ আরেকজনের ভাষ্য, ‘দীর্ঘ দীর্ঘশ্বাসে আটকে যায় আমাদের শ্বাস।’

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বিশেষ করে ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]