30695

04/04/2025 ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৪ ১৮:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে পরীক্ষা বন্ধের জন্য ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস একটি চিঠি পাঠিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

একই সঙ্গে বৃহস্পতিবারের স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবারের (২৬ নভেম্বর) সাত কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক শ্রেণীর চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। যে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]