30848

04/20/2025 জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার

জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইক‌মিশনার

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০১

ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। বিকেল ৪টার কিছু সময় আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। সেখানে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

সং‌শ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনার ব্যাখ্যা চাইতে ভারতীয় হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।

এর আগে হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নোট পাঠায় বাংলাদেশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]