30870

04/18/2025 আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন

আল্লাহ আমাকে পুরস্কারটি দিয়েছেন : তাসকিন

ক্রীড়া ডেস্ক

৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন আহমেদ। ২ টেস্ট মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট। এমন সাফল্যে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। গতকাল শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। পরে সিরিজ সেরার পুরস্কার হাতে অনুভূতি ব্যক্ত করেছেন টাইগার এই পেসার।

তাসকিন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।'

সিরিজ ড্র করাকে বড় অর্জন বলছেন তাসকিন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’

পরে সিরিজ সেরার ট্রফিটা উঁচিয়ে তাসকিন আরও বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশাআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]