30981

03/15/2025 বাংলাদেশকে ধসিয়ে যা বললেন রাদারফোর্ড

বাংলাদেশকে ধসিয়ে যা বললেন রাদারফোর্ড

ক্রীড়া ডেস্ক

৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে টাইগার বোলারদের রীতিমতো শাসন করেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। এদিন ৮০ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারেফানে রাদারফোর্ড।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাদারফোর্ড বলেন, ‘দারুণ (লাগছে)। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য। বেশ ভালো একটি দিন ছিল আমাদের জন্য। অবশ্যই প্রথম সেঞ্চুরি পাওয়াটা দারুণ অনুভূতি। এসবের জন্যই আমরা ক্রিকেট খেলি। আমি খুশি যে আমি দলের জন্য আজকে কিছু করতে পেরেছি।’

রাদারফোর্ড আরও বলেন, ‘কোনো জায়গাই কঠিন ছিল না। শেষ দিকে আমি বল থেকে চোখ সরিয়ে নেওয়ার কারণে আউট হলাম। এটা খেলারই অংশ। আমাকে আরও বেশি মনযোগী হতে হবে। দলের জন্য রান করতে পেরেছি দিনশেষে, ফলে আমি খুশি। শুরুতে কিছুটা কঠিন ছিল। তবে উইকেট পরে ভালো হয়েছে। ফলে আমি শুরুতে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছি। শুরুতে সময় নিলেও পরে তা পুষিয়ে দিতে পারব আমি। অধিনায়কের সাথেও এমন কথা হয়েছে। সেও বলেছে পরে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকবে।’

বাংলাদেশের রান কম করেছে কি না প্রশ্নে রাদারফোর্ড বলেন, ‘আসলে আমরা ভালো বল করেছি মনে হয়। তারাও ভালো ব্যাট করেছে। তবে শেষ দিকে আমরা তাদের রানের লাগাম টেনে ধরেছি। এটাই আমাদের প্ল্যান থাকে যতটা কম রানে আটকে রাখা যায়। বোলারদের জন্য ভালো ব্যাপার ছিল, আমাদেরও জন্য। (পরের ম্যাচের আগে) রিকভার করার চেষ্টা থাকবে। আমরা চাইব ভালোভাবে ফিরে এসে আজ যা করেছি তা আবারও করে দেখাতে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]