30995

04/20/2025 শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২

৪৭তম বিসিএসের আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]