31068

04/04/2025 মতিঝিলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মতিঝিলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২৪ ১২:১০

রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২)নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাকে অসচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, আমরা খবর পেয়ে ভোররাতের দিকে মতিঝিলের পারাবত আবাসিক হোটেলে যাই। সেখান থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হোটেলের ম্যানেজার জানায়- গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হোটেল পারাবতের ৯০৫ নম্বর রুমে ওঠেন হাসানুজ্জামান চৌধুরী। পরে মধ্যরাতে আমাদের হোটেল বয় ওই রুমে গিয়ে তার কোনো সাড়া শব্দ পায় না এবং ডাকাডাকি করে। পরে আমাদের খবর দিলে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়।

জানা যায় তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বৈরাগ গ্রামে। তার পিতার নাম মৃত আমিরুজ্জামান চৌধুরী। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]