31151

04/04/2025 বিদেশি দূতাবাসগুলোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা উচিত : শফিক রেহমান

বিদেশি দূতাবাসগুলোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা উচিত : শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯

প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান বলেছেন, বিদেশে বাংলাদেশি যেসব দূতাবাস রয়েছে, তারা আসলে কী কাজ করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত। দেশের বিভিন্ন খাতে এখন সংস্কার হচ্ছে, বিদেশি দূতাবাসগুলোকেও সংস্কারের মধ্যে আনা উচিত।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক এক সেমিনার ও প্রবাসে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের চিত্র প্রদর্শনী অনুষ্ঠঅনে তিনি এসব কথা বলেন। গ্লোবাল বাংলাদেশিজ এলায়েন্স ফর হিউম্যান স্টাডিজ এ আলোচনা সভার আয়োজন করে।

শফিক রেহমান বলেন, ‘ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছিল। আমার সন্দেহ আছে, তিনি বাংলা লিখতে পারেন কি না। তিনি অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান। সবার চাইতে নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য তিনি এতগুলো ডিগ্রি গ্রহণ করেছিলেন।’

তিনি আরও বলেন, ডারহাম বিশ্ববিদ্যালয়ে একটি বঙ্গবন্ধু চেয়ারও রয়েছে। আমার মতামত, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনই চিঠি লেখা উচিত যে বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো এবং শেখ হাসিনাকে দেওয়া ডক্টরেট ডিগ্রি বাতিল করো। শেখ হাসিনাকে বলতে চাই, আপনি একজন নকলবাজ-ধড়িবাজ। যেখানেই থাকুন না কেন, আমার সঙ্গে এসে বাংলা-ইংরেজি লেখার প্রতিযোগিতা করুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]