31250

03/15/2025 ব্রুকের কাছ থেকে ‘সিংহাসন’ পুনরুদ্ধার করলেন রুট

ব্রুকের কাছ থেকে ‘সিংহাসন’ পুনরুদ্ধার করলেন রুট

ক্রীড়া ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৫

টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে উঠেই যেন ফ্লপ হ্যারিব্রুক। হ্যামিল্টন টেস্টে ব্যর্থ হয়েছেন এই ইংলিশ ব্যাটার। এর প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও। ব্রুককে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন জো রুট।

ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত ছিলেন ব্রুক। প্রথম ইনিংসে করেছিলেন ১২৩ রান। আর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৫৫ রান। ব্যাট হাতে এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট ব্যাটারদের মুকুট পান ব্রুক। তবে বেশিদিন ধরে রাখতে পারলেন না।

রুটকে সরিয়ে গত সপ্তাহে চূড়ায় উঠেছিলেন ব্রুক। তখন রুটের চেয়ে এক পয়েন্ট বেশি ছিল তার। এবার হ্যামিল্টনে ব্রুক ব্যর্থ। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক খেয়েছেন। আর দ্বিতীয় ইনিংসে এক রানের বেশি করতে পারেননি তিনি। তাতে ব্রুককে সরিয়ে আবার শীর্ষে উঠলেন রুট।

হ্যামিল্টন টেস্টে ৪২৩ রানের ব্যবধানে হেরেছে ইংলিশরা। যেখানে তুলনামূলক ভালো ব্যাটিং করেছেন রুট। প্রথম ইনিংসে ৩২ রান করেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে এই অভিজ্ঞ ব্যাটার করেছেন ৫৪ রান।

একই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে তিনি করেন ৪৪ রান। আর দ্বিতীয় ইনিংসে করেছেন ১৫৬ রান। এমন পারফরম্যান্সে রেটিং পয়েন্ট বেড়েছে তার। তিনে থাকা এই ব্যাটারের রুটের সঙ্গে পয়েন্টের পার্থক্য কেবল ২৮।

ভারতের বিপক্ষে ব্রিজবেনে সেঞ্চুরি করা ট্রাভিস হেড আগের মতোই পঞ্চম স্থানে। তার ওপরে ভারতের ইয়াশাসভি জয়সওয়াল। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]