3126

09/20/2024 শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত

শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক

২৭ মার্চ ২০২১ ১৮:১৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচীন টেন্ডুলকার।

শনিবার (২৭ মার্চ) নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন শচীন।

টুইট বার্তায় শচীন লেখেন, নিজেকে করোনামুক্ত রাখতে সবরকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সাবধানে থাকুন।

৪৭ বছরের মাস্টার ব্লাস্টার ২৪ এপ্রিল ৪৮ বছরে পা রাখতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে শচীনের।

১০০টি শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]