31277

03/15/2025 লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নন হেড কোচ, নেতৃত্ব নিয়ে উচ্ছ্বসিত

লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নন হেড কোচ, নেতৃত্ব নিয়ে উচ্ছ্বসিত

ক্রীড়া ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:২৭

সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও রানে ফিরতে পারেননি। আর কবে রানে ফিরবেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার এমন প্রশ্নও উঠছে। তবে প্রধান কোচ ফিল সিমন্সের বিশ্বাস, শিগগিরই ফর্মে ফিরবেন লিটন। যদিও নেতৃত্বের জন্য লিটনের প্রশংসা করেছেন ক্যারিবীয় এই কোচ।

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। তার নেতৃত্বে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টির আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসায় সিমন্স, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’

প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের উইকেট নিয়ে সিমন্স বলেন, 'প্রথম দিন উইকেট অনেক ভালো ছিল। আজ (বুধবার) যত সময় গড়িয়েছে ব্যাট করা তত কঠিন হয়েছে। তবে লড়াই করেই জিততে হয়েছে। দুই দলের খেলোয়াড়ের কাছেই পিচ একইরকম। টার্ন করেছে বেশ, তবুও বলব না ১৩০ রানের উইকেট এটা।'

শামীমের ব্যাটিং নিয়ে সিমন্স বলেন, 'শামীম ম্যাচসেরা হয়েছে, অবশ্যই ওর পারফরম্যান্সে তো খুশি। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে। দেখে ভালো লাগছে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]