3134

03/13/2025 কাল আসছে প্রোটিয়া নারী দল

কাল আসছে প্রোটিয়া নারী দল

ক্রীড়া ডেস্ক

২৭ মার্চ ২০২১ ২০:৫৫

করোনাকালেও নিয়মিত আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করছে বাংলাদেশ। নেপালের সঙ্গে জাতীয় ফুটবল দলের ফ্রেন্ডলি সিরিজের পর বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আয়ারল্যান্ড উলভস (‘এ’ দল) লম্বা সফর শেষ করে দেশে ফিরেছে। ছয় জাতির বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি খেলতে গতকাল ঢাকায় পৌঁছেছে পোল্যান্ড, কেনিয়া ও শ্রীলঙ্কা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সকাল ৯টায় ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা ওয়াসিম খান।

তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে প্রোটিয়া নারী দল। ৪ঠা এপ্রিল শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ইমার্জিং দল সফরকারীদের বিপেক্ষ ৫টি ম্যাচই খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
৪ঠা এপ্রিল প্রথম ওয়ানডের পর ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল হবে সিরিজের বাকি ম্যাচগুলো। বাংলাদেশ নারী ইমার্জিং দলে আধিক্য জাতীয় দলের ক্রিকেটারদের। ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানাসহ রয়েছে অভিজ্ঞ সালমা খাতুন ও জাহানারা আলম।

বাংলাদেশ নারী ইমার্জিং দল:

নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুবাইয়া হায়দার, ফারিহা ইসলাম, নুজহাত তাসনিয়া, রাবেয়া খান, মুর্শিদা খাতুন, লতা ম-ল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক, সুরাইয়া আজমিন, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামিমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]