3136

04/03/2025 মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২১ ২১:৩৩

রাজধানীর মালিবাগে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টার কিছু আগে মালিবাগ রেলগেটে পুলিশ বক্সের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

এদিকে, বাসে আগুন জ্বলে ওঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পান। পরে স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম বলেন, উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]