31436

04/20/2025 এক যুগ পর গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এক যুগ পর গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২

এক যুগ পর চট্টগ্রাম নগরীর বন্দর থানার দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন বাবু নগরের বন্দরটিলা এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন বাবু ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মহিউদ্দিন বাবু।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]