31463

04/20/2025 শনিবারও সেবা দেবে বিআরটিএ

শনিবারও সেবা দেবে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৪ ১২:০২

গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য এখন থেকে শনিবারও সেবা প্রদান করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]