31606

03/15/2025 প্রথম ম্যাচেই ঝড় তোলা অস্ট্রেলিয়ার বসিস্টো বিপিএলে এলেন যেভাবে

প্রথম ম্যাচেই ঝড় তোলা অস্ট্রেলিয়ার বসিস্টো বিপিএলে এলেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইলিয়াম বসিস্টো প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন। নামটা যেমন অপরিচিত, তেমনি টি-টোয়েন্টিতে তার অতীত পরিসংখ্যানও তেমন সুখকর নয়। আজ (মঙ্গলবার) খুলনা টাইগার্সের একাদশে সুযোগ পেয়েই চিটাগাং কিংসের বিপক্ষে করেছেন অপরাজিত ৭৫ রান। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের বিপিএলে আসার নেপথ্য ঘটনা জানা গেল ইমরুল কায়েসের কাছ থেকে।

খুলনার অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন, বসিস্টোর বিপিএলে ডাক পাওয়ার পেছনে রয়েছে অজিদের টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শের হাত। এই তারকা অলরাউন্ডারের সুপারিশেই কায়েস বসিস্টোকে খুলনার স্কোয়াডে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেন। প্রথম ম্যাচেই অজি এই ব্যাটারকে দলে ভেড়ানোর পুরস্কার পেল খুলনা। ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থেকে দলকে ২০৩ রানের পুঁজি এনে দেন বসিস্টো।

বসিস্টোরকে নিয়ে সংবাদ সম্মেলনে খুলনার কোচ তালহা জুবায়ের বলেন, ‘ইমরুল কায়েসকে মিচেল মার্শ রেকমেন্ড করেছিল বসিস্টোর কথা। ইমরুল যখন আমাকে ওর ভিডিওটা পাঠায় এবং আমি ইউটিউবে তার আগের হাইলাইটস দেখেছি, সেটার সঙ্গে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নাই। ও অনেকদিন ক্রিকেটের বাইরে ছিল। ওর কিছু পার্সোনাল কারণে। ওইটা আমি একদমই ক্লিয়ার না।’

তবে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই বসিস্টোর পারফরম্যান্সে মুগ্ধ তালহা, ‘ও যেভাবে নিজের গেম চেঞ্জ করেছে এবং পিক করেছে, তা দেখে ইকবাল (খুলনার মালিক) ভাইয়ের কাছে অনুরোধ জানিয়েছি যাতে তাকে দলে রাখা হয়। আপনি এই প্লেয়ারটাকে এনে দেন টিমে এবং দেখেন ও কিন্তু খুব একটা (পারিশ্রমিক) ডিমান্ডও করেনি। ও জাস্ট খেলতে চায়। ও প্রুভ করতে চায় ও আসলে কেমন প্লেয়ার। ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিল। ওখান থেকে কোনো কারণে পিছিয়ে গেছে। ও আসার পর থেকে ওর সঙ্গে যখন কথা হচ্ছে একটা জিনিসই বলেছি যে নিজের খেলাটা খেলো এবং আমি চাই ভালো পারফর্ম করো। সে শুরুটা চমৎকার করেছে।’

অন্যদিকে, এবারের বিপিএলে মিরপুরের উইকেটে বড় রানের দেখা মিলছে। যা নিয়ে সন্তুষ্ট খুলনার কোচ, ‘আমি ক্রেডিট দিতে চাই উইকেট নিয়ে। গ্রাউন্ডসম্যান এবং কিউরেটরকেও। চমৎকার উইকেট ছিল। আপনি দেখবেন যে, লাস্ট দুইটা খেলা ও আজকেও অনেক রান হয়েছে। ব্যাটসম্যানদের জন্য ভালো এবং বোলারদের জন্য অনেক কিছু শেখার আছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]