31640

03/15/2025 ১ বলে ১৫ রান, ওশান থমাসের অদ্ভুত ওভার

১ বলে ১৫ রান, ওশান থমাসের অদ্ভুত ওভার

ক্রীড়া ডেস্ক

১ জানুয়ারী ২০২৫ ১৫:০০

প্রথম বলেই পেতে পারতেন উইকেট। কিন্তু নাইম ইসলাম যখন সাজঘরের পথ ধরার প্রস্তুতি নিচ্ছেন, তখনই আম্পায়ার জানিয়ে দিলেন-ওভারস্টেপ করেছেন ওসানে থমাস; নো বল। চট্টগ্রাম বনাম খুলনার ম্যাচে বিপিএলের ইতিহাসে তৈরি হলো এক অভিনব বিশ্বরেকর্ড। খুলনার বোলার ওশান থমাসের প্রথম ওভারেই স্কোরবোর্ডে উঠল ১ বলে ১৫ রান!

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চট্টগ্রাম দলের শুরুতেই দেখা গেল এমন এক ওভার, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরল।

ইনিংসের প্রথম বলেই নাইম ইসলাম ক্যাচ দিয়ে আউট হলেও সেই বলটি ছিল নো-বল। ফলস্বরূপ, ফ্রি-হিট পান নাইম। কিন্তু পরবর্তী বল ছিল ডট, যা বৈধ ছিল। এরপর ওশান থমাসের বোলিং বিপর্যয় শুরু হয়। নো-বল থেকে ছয় রান, পরপর দুটি ওয়াইড এবং পরবর্তী নো-বলে আরও চার রান যোগ হয় স্কোরে। সব মিলিয়ে ১ বলের হিসাবেই স্কোরবোর্ডে ১৫ রান যুক্ত হয়।

এর আগে এক বলে ১৩ রানের রেকর্ড ছিল ভারতের যশস্বী জয়সওয়ালের। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে নো-বল এবং ছক্কার সংমিশ্রণে এই কীর্তি গড়েছিলেন। তবে এবার ওশান থমাসের ওভারটি সেই রেকর্ডকেও পেছনে ফেলল।

ইতিহাসে আরও নজির রয়েছে এক বলে ১৪ রানের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এক ম্যাচেও এমন ঘটনা ঘটেছিল। তবে এক বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড ১৮৬৫ সালে অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ম্যাচে তৈরি হয়েছিল। গাছে বল আটকে যাওয়ায় সেবার ২৮৬ রান যোগ হয়েছিল।

ওশান থমাসের প্রথম ওভারে নাইম ইসলাম দুবার আউট হলেও দুইবারই বেঁচে যান নো-বলের কারণে। তবে ফ্রি-হিট শেষে আর নিজেকে টিকিয়ে রাখতে পারেননি। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাইম।

এই অদ্ভুত ওভারের কারণে বিপিএল এবার শুধু রেকর্ডের জন্যই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন ঘটনা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এবং দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]