3167

03/19/2025 দেশবাসীর কাছে দোয়া চাইলেন আশরাফুল

দেশবাসীর কাছে দোয়া চাইলেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক

২৯ মার্চ ২০২১ ১৯:২৩

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।

প্রথম পরীক্ষায় আশরাফুলের পজিটিভ হওয়ায় দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। সোমবার(২৯ মার্চ) পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল।

আশরাফুলের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, শনিবার (২৭ মার্চ) আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। আজ ফল পজিটিভ এসেছে। অনেক ভুল রিপোর্ট আসছে। এজন্য তার দ্বিতীয়বার পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন আশরাফুল। জাতীয় লিগে খেলার জন্যই তার করোনা পরীক্ষা করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]