31713

04/04/2025 রাজধানীতে ৯ এমএম পিস্তল ও .২২ বোরের গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীতে ৯ এমএম পিস্তল ও .২২ বোরের গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারী ২০২৫ ১৫:৪৭

রাজধানীর বাড্ডা থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিষ্টান জুয়েল (৩২)।

গতকাল বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্রে জানতে পারে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৯ এমএম-এর একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার জুয়েল ওরফে খ্রিষ্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]