31716

03/15/2025 অধিনায়ক রোহিতই বাদ পড়তে পারেন শেষ টেস্টে!

অধিনায়ক রোহিতই বাদ পড়তে পারেন শেষ টেস্টে!

ক্রীড়া ডেস্ক

২ জানুয়ারী ২০২৫ ১৬:০০

ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বাকি আর একটি ম্যাচ, কিন্তু আগের ম্যাচ হেরেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই কঠিন হয়ে গেছে। পঞ্চম ও শেষ টেস্টে আগামীকাল (শুক্রবার) মুখোমুখি হবে দুই দল। যেখানে স্বয়ং সফরকারী অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অফফর্মে থাকা এই ক্রিকেটার বাদ পড়তে পারেন সিডনি টেস্টে!

ভারতীয় অধিনায়ককে নিয়ে এই সংশয় তৈরি হয়েছে মূলত কোচ গৌতম গম্ভীরের মন্তব্যে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি সফরকারী দলের প্রতিনিধি হয়ে হাজির হন। এ সময় রোহিত কেন সংবাদ সম্মেলনে এলেন না এবং আসন্ন টেস্টে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, ‘প্রধান কোচ এসেছে, এটাই যথেষ্ট হওয়ার কথা। রোহিত ঠিক আছে। (রোহিতের খেলা প্রসঙ্গে) আমরা কাল উইকেট দেখে একাদশ চূড়ান্ত করব।’

এর আগে ব্রিসবেনে তৃতীয় টেস্টের আগেও সংবাদ সম্মেলনে ছিলেন না রোহিত। সেই সময় ভারতের প্রতিনিধি হয়ে আসা শুভমান গিলের ব্যাখ্যা অবশ্য তেমন আলোচনার সুযোগ দেয়নি। ঐচ্ছিক অনুশীলন থাকায় সেদিন মাঠে আসেননি রোহিত, ফলে সংবাদ সম্মেলনেও ভিন্ন মুখ। তবে সিডনি টেস্টের আগে ঠিক আগের সেই পরিস্থিতি নেই, কারণ সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। যদিও আজও ছিল ভারতের ঐচ্ছিক অনুশীলন, সে কারণে অফফর্মে থাকা রোহিত এদিন দেরিতে আসেন। তবে তার বাকি সতীর্থরা নাকি সময়মতোই আসেন অনুশীলনে!

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]