31942

03/15/2025 লিটনকে অধিনায়ক না করে থিসারাকে দেওয়ার কারণ জানেলেন সুজন

লিটনকে অধিনায়ক না করে থিসারাকে দেওয়ার কারণ জানেলেন সুজন

ক্রীড়া ডেস্ক

৬ জানুয়ারী ২০২৫ ১৭:৫৭

বিপিএলের প্রথম পর্বের খেলা শেষে চায়ের দেশ সিলেটে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের আমেজ। সিলেট পর্বে শুরুর আগে তারকাবহুল শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট টেবিলে তাকালে হতাশার। ঢাকা পর্ব শেষে তিন ম্যাচ খেলে একটিও জয়ের দেখা পাননি শাকিবের দল। দলের এমন অবস্থায় প্রশ্ন উঠেছে থিসারা পেরেরাকে অধিনায়ক করে নিয়ে।

সিলেটে পর্বে মাঠে নামার আগে লিটনকে অধিনায়কের দায়িত্ব না দেওয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি জানালেন, অধিনায়ক হিসেবে লিটন তার প্রথম পছন্দ হলেও ফ্র্যাঞ্চাইজির ইচ্ছাতেই থিসারাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। লিটনকে চাপমুক্ত রাখার জন্যই ফ্র্যাঞ্চাইজি অধিনায়কত্ব দেয়নি।

সুজন বলেন, 'দেশি কেউ অধিনায়ক হলে হয়ত ভালো হতো। তবে এটা তো এখন বলা যায় না। অবশ্যই দেশি কেউ প্রত্যাশা ছিল। লিটন জাতীয় দলে ভালো অধিনায়কত্ব করছিল। তবে এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আবাহনী ক্লাব নয়। আমার কথার চেয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কথার মূল্য বেশি। তারা চেয়েছেন থিসারা হোক। এটা মোটেও ভুল কোনো সিদ্ধান্ত নয়। সে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। তারা লিটনের সেরা সার্ভিস পেতে সে যাতে চাপমুক্ত থেকে খেলতে পারে এটাই চেয়েছিলেন।'

থিসারার অধিনায়ক নিয়ে সুজন বলেন, 'তবে লিটন হলে ভালো হতো। দেশের সব ক্রিকেটারকেই ও চিনে। তবে থিসারাও বাংলাদেশে অনেক খেলেছে। লোকাল ক্রিকেটারদের চিনে-জানে। খুব ভালো ছেলে। আমার মনে হয় না ভুল কিছু হয়েছে। লিটন তো আছেই সাপোর্ট করার জন্য।'

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]