31963

04/20/2025 পল্টনে ভবনে আগুনে : উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

পল্টনে ভবনে আগুনে : উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারী ২০২৫ ১১:১৫

রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তা ও উদ্ধার কাজের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়েছে।

ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]